২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সাবমেরিন ধ্বংসে সক্ষম কপ্টার আসছে!

সাবমেরিন ধ্বংসে সক্ষম কপ্টার আসছে! - ছবি : সংগৃহীত

চীনকে আটকাতে নয়াদিল্লির মার্কিন কূটনীতি। ভারত মহাসাগরে ‘ড্রাগনবাহিনী’র দাপাদাপি রুখতে আমেরিকার থেকে সাবমেরিন ধ্বংসকারী ২৪টি এমএইচ-৬০ রোমিও সিহক কপ্টার কিনছে ভারত। এ জন্য ব্যয় হবে আনুমানিক ২০০ কোটি ডলার বা ভারতীয় মূল্যে ১৪ হাজার ৩৫৭ কোটি রুপি। প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা সূত্রে শুক্রবার এখবর জানা গেছে। আগামী কয়েক মাসের মধ্যেই সে বিষয়ে ভারত ও আমেরিকার মধ্যে চুক্তি হবে।

গত বৃহস্পতিবারই সিঙ্গাপুরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দু’দিন পরেই এমএইচ-৬০ কপ্টার কেনার বিষয়টি প্রকাশ্যে এল। আমেরিকার থেকে এই কপ্টার কেনার বিষয়ে ইতিমধ্যেই আমেরিকার কাছে পৌঁছে গেছে ভারতের চিঠি। গত বেশ কিছু দিন ধরে ভারত ও আমেরিকার মধ্যে সামরিক ক্ষেত্রে বোঝাপড়া বেড়েছে। তারই অংশ হিসেবে এই কপ্টার চুক্তি বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

এমএইচ-৬০ রোমিও সিহক হেলিকপ্টার তৈরি করে মার্কিন সংস্থা লকহিড মার্টিন। এই কপ্টারের সাহায্যে গভীর সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুপক্ষের ডুবোজাহাজ চিহ্নিত করা যায়। পাশাপাশি, নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনে তাকে ধ্বংসও করে দিতে পারে এই কপ্টার। এমনই ক্ষমতাশালী ২৪টি হেলিকপ্টার আমেরিকার থেকে কিনছে ভারত। দেশের উপকূল সুরক্ষিত রাখতে এই এমএইচ-৬০ রোমিও অত্যাধুনিক কপ্টারের প্রয়োজন রয়েছে বলে দীর্ঘদিন ধরেই জানাচ্ছিল নৌবাহিনী। আমেরিকার থেকে এই চপার কেনা হলে ভারত-মার্কিন প্রতিরক্ষা বাণিজ্যের পরিমাণ ছাড়াবে ২ হাজার কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যা ১ লক্ষ ৪৩ হাজার কোটি টাকারও বেশি।

ভারত মহাসাগরে পানিসীমা নিয়ে চীনের সঙ্গে সংঘাত আছেই। বাড়ছে তাদের নিয়ন্ত্রণও। এই পরিস্থিতিতে শত্রুপক্ষের সাবমেরিন চিহ্নিত করতে ভারতের জন্য এমএইচ-৬০ রোমিওর মতো কপ্টার জরুরি হয়ে পড়েছে। মার্কিন নৌবাহিনীর এয়ার সিস্টেম কমান্ডের মতে, সমুদ্রে নজরদারি চালাতে ও সাবমেরিন ধ্বংসে সিহক-ই বিশ্বসেরা কপ্টার। ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর আর্জেন্তিনায় বসছে জি-২০ সম্মেলনের আসর। সেখানে মুখোমুখি হতে পারেন মোদি-ডোনাল্ড ট্রাম্প। সেই বৈঠকেই কপ্টার চুক্তিটি সম্পন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
বানারীপাড়ায় হত্যা ও প্রতারণা মামলায় গ্রেফতার ২ রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম ‘ট্রাম্পের সাথে অভিন্ন ক্ষেত্র খুঁজে পাবেন অধ্যাপক ইউনূস’ তাজিকিস্তানকে হারাল বাংলাদেশ ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছে : মির্জা ফখরুল খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ফেরতের দাবি জানালেন আলাল টানা দুই ওভারে ২ উইকেট শিকার তাসকিনের ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়া প্রয়োজন’ আমতলীতে কুকুরের কামড়ে ২৭ জন হাসপাতালে গুমের সাথে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না : প্রেস সচিব আরো ৯ দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দিচ্ছে চীন

সকল